আরবি-র হার্পিকের মিশন পানি কর্মসূচির মাধ্যমে ভারতে জলসঙ্কট ও স্বাস্থ্য সমস্যা সমাধানের কাজ চলছে। ওয়ার্ড টয়লেট ডে-তে জল প্রতিজ্ঞা দিবস ভার্চুয়াল ইভেন্টে রেকিট বেঙ্কাইজার গ্রুপের সিইও লক্ষ্ণণ নরসিংহন ও গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত এআর রহমান উদ্বোধন করলেন ‘পানি অ্যান্থেম’।
প্রসূণ যোশী লিখিত ‘অ্যান্থেম ফর সেভিং ওয়াটার’ দেশের জল ও স্বাস্থ্য সংক্রান্ত আচরণবিধি পরিবর্তনে সচেষ্ট হবে। এআর রহমান ও শিশুদের একটি কয়্যারের দ্বারা লঞ্চ হওয়া অ্যান্থেমটি ভারতের বিভিন্ন অঞ্চলে জল সঞ্চয়ের ব্যাপারে মিশন পানিতে যুক্ত হওয়ার জন্য সকলকে সচেতন করবে। দেশের বিভিন্ন অঞ্চলের স্কুলের ছাত্রছাত্রীরা মিশন পানি কর্মসূচিতে যোগ দিয়ে জল সঞ্চয়ের জন্য ‘জল প্রতিজ্ঞা’ গ্রহণ করবে।
ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, জলশক্তি বিষয়ক মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ‘জল প্রতিজ্ঞা’ গ্রহণ করে এই উদ্যোগের প্রতি তাঁদের সমর্থন জানিয়েছেন।