মিছিলে যেতে পুলিশি বাঁধা বিজেপি মহিলা কর্মীদের

পূর্ব ঘোষিত নির্দেশমতো আজ শিলিগুড়িতে বিশাল প্রতিবাদ সভার কর্মসূচি নেয় জেলা বিজেপি। কিন্তু এই প্রতিবাদ মিছিলে অংশ নিতে রাস্তায় বাধা দেয় পুলিশ এমনটাই অভিযোগ বিজেপি মহিলা মোর্চার তরফে। বিজেপি মহিলা কর্মীদের আরো অভিযোগ পুরুষ পুলিশরা তাদের আটকে রাখে।

জানা গেছে এদিন বৃষ্টিকে উপেক্ষা করে শিলিগুড়িতে রাজ্যের নারী নির্যাতন, ধর্ষণ ইত্যাদি নানাবিধ ইস্যু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেয় বিজেপি। এই মিছিলে অংশ নিতে গিয়ে বাগডোগরার গোসাইপুরে জাতীয় সড়কে ব্যারিকেড বেঁধে বিজেপি মহিলা কর্মীদের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

বিজেপি মহিলা কর্মীরা এদিন তাদের আটকে রাখার কারন জানতে চাইলে সদুত্তর দিতে পারেনি পুলিশ। নানা তর্কবিতর্ক এর পর কর্মীরা গাড়ি রেখে পায়ে হেঁটে শিলিগুড়ির উদ্যেশ্যে রওনা দিতে গেলেও সমস্ত নেতা কর্মীদের আটকে দেয় বাগডোগরা থানার পুলিশ।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে মহিলা বিজেপি মোর্চার কর্মী সমর্থকরা। তারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে জানিয়েছেন, বাংলার পুলিশ দলদাস হয়ে কাজ করছে। রাজ্যে নারীদের নিরাপত্তা , ধর্ষকদের ধরতে না পেরে মমতার কথা মতো জনগনের কন্ঠ রোধ করতে চাইছে এরা।