মাসুদ আজহারকে এখনো আশ্রয় দিচ্ছে পাকিস্তান, দাবি ভারতের

Estimated read time 1 min read

২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি ৪০ জন সিআরপিএফ জওয়ানকে খুন করে জঙ্গিরা। এই ঘটনায় ভারত- পাকিস্তানের মধ্যে প্রায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। পুরো ঘটনাটির দায় নেয় আতঙ্কবাদী গোষ্ঠী জইশ ই মোহাম্মদ। এরপরে এই জঙ্গি সংগঠনের স্রষ্টা মাওলানা মাসুদ আজহার সহ একাধিক জঙ্গির বিরুদ্ধে চার্জশিট জমা দেয় জাতীয় তদন্তকারী সংস্থা।

এরপরে একাধিক প্রমাণ পেশ করা সত্ত্বেও ঘটনায় অভিযুক্ত জঙ্গিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি ইসলামাবাদ, জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, জইশ ই মোহাম্মদ ঘটনার দায়িত্ব নিয়েছিল। তা সত্ত্বেও ঘটনার মূল অভিযুক্তকে এখনো পর্যন্ত আশ্রয় দিচ্ছে পাকিস্তান। এই ঘটনার সঙ্গে তার যুক্ত থাকার যথেষ্ট প্রমাণ পাকিস্তানকে দিয়েছে ভারত। তা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি ইসলামাবাদ। যদিও পাকিস্তান সরকারের দাবি, পুলওয়ামা হামলায় ভারত উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইসলামাবাদকে জড়ানোর চেষ্টা করছে।

You May Also Like

More From Author