মাসিক বেতন কেটে নেওয়ার প্রতিবাদে হাসপাতালের সমস্ত রকম পরিষেবা বন্ধ রেখে কর্মবিরতিতে নামল চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মীরা। এদিন হাসপাতালের সামনে মাটিতে বসে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা।তাদের এই বিক্ষোভের জেরে দীর্ঘক্ষন এর জন্য ব্যাহত হয় চিকিৎসা পরিষেবা।
জানা গিয়েছে, চার বছর ধরে চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মীরা এসআইএস নামক সংস্থার অধীনে কাজ করে আসছেন। প্রতিদিনই রোগীদের সেবা-শুশ্রূষা করে আসছেন তারা। তবে পারিবারিক কিংবা শারীরিক কোনো অসুবিধা হলে ছাড় দেওয়া হচ্ছে না, বেতন থেকে কেটে নেওয়া হচ্ছে একদিনের টাকা। অস্থায়ী কর্মীদের অভিযোগ, গতকাল তাদের মাসিক বেতন দেওয়া হয়েছে কিন্তু কোন কারন ছাড়াই সেই বেতনের অংশ থেকে কেটে নেওয়া হচ্ছে পনেরশো থেকে দুই হাজার টাকা। কি কারনে এস আই এস কোম্পানি টাকা কাটলো উত্তর চাইতে আজ সকাল থেকে অস্থায়ী কর্মীরা হাসপাতালের সামনে সমস্ত রকম পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ দেখান। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত এ সাইজ কোম্পানির আধিকারিক এসে বলছে কি কারনে এই টাকা কাটা হলো ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মবিরতি চালাবেন।