মালদায় তৃনমূল নেতাকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো স্থানীয় এক বিজেপি নেতা ও তার দলবলের বিরুদ্ধে

Binay Kumar Mandal

দল বদল না করায় তৃনমূল নেতাকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো স্থানীয় এক বিজেপি নেতা ও তার দলবলের বিরুদ্ধে।  গুরুতর জখম ওই তৃণমূল নেতা চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার রাজনগর এলাকায়। এই ঘটনায় আক্রান্ত তৃণমূল নেতা হামলাকারী বিজেপি’র স্থানীয় নেতারা রাম মন্ডল ও তার দলবলের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তেরা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম বিনয় কুমার মন্ডল (৪২) । তার বাড়ি রাজনগর এলাকায়। আক্রান্ত বিনয়বাবুর স্ত্রী ধ্বনিরানী মন্ডল সংশ্লিষ্ট এলাকার তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান পদে ছিলেন । রাজনগর তৃণমূল অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক পদে রয়েছেন বিনয় কুমার মন্ডল।

পুলিশকে অভিযোগে বিনয়বাবু জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাকে বিজেপি করার জন্য চাপ দিচ্ছিল এলাকারই বিরোধী দলের এক নেতা রাম মন্ডল । অভিযুক্ত ওই ব্যক্তি রাজনগর এলাকার বিজেপি দলের অঞ্চল সভাপতি পদে রয়েছে। বিজেপি দল না করার জন্যই তাকে পরিকল্পনামাফিক খুনের চেষ্টা চালিয়েছে অভিযুক্ত ব্যক্তি ও তার দলবল।

আক্রান্ত তৃণমূল নেতার স্ত্রী তথা শাসকদলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান ধ্বনিরানী মন্ডলের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার স্বামী বিনয় কুমার মন্ডলকে বিজেপিতে আসার জন্য চাপ দিচ্ছিল স্থানীয় বিরোধীদলের নেতা মন্ডল। এদিন রাতে দলীয় কাজ সেরে মোটর বাইকে করে নয়াগ্রাম ফাঁকা মাঠ ধরে বাড়ি ফিরছিলেন তার স্বামী বিনয় কুমার মন্ডল । সেখানে তাকে একা পেয়ে আক্রমন চালায় অভিযুক্তরা। তাকে হাঁসয়া দিয়ে কোপ মারা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় পরে সেখান থেকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। পুরো ঘটনাটি নিয়ে তদন্তে নেমেছে মোথাবাড়ি থানার পুলিশ।