সকাল সকাল কাজে যোগ দিতে এসে শ্রমিকদের চক্ষু চড়কগাছ । ইট ভাটায় কয়েকটি ইটের ওপর টান টান করে দিবা নিদ্রায় শুয়ে আছে বিষধর চন্দ্রবোড়া সাপ। আর এতেই এলাকা জুড়ে নিমিষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । ঘটনাটি ঘটেছে পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের খিরিপাড়া ইট ভাটায়। খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে যায় সাহায্যের জন্য। খবর পেয়ে ছুটে আসে রামকৃষ্ণ মুখার্জী নামে একজন সর্প-প্রেমী । তিনি সাপটিকে সাপটিকে উদ্ধার করে কেন্দপুকুরের কাছে কালনা ফরেস্টে ছেড়ে আসেন। সর্প-প্রেমী রামকৃষ্ণ মুখার্জীর কথায়, ঝড় বৃষ্টির জন্য নিরপদ আশ্রয়ের খোজে হয়ত সাপটি চলে আসে।