মালদায় ভিন্নরূপে পালিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র ৭০ তম জন্মদিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করলো পুরাতন মালদার বিজেপির নগর মণ্ডল কমিটির সদস্যরা। বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজোর দিন পুরাতন মালদার বিজেপির নগর মণ্ডল কমিটির সদস্যরা বেশ কয়েকটি এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে বিভিন্ন ধরনের সামাজিক গঠনমূলক কর্মসূচির আয়োজন করেন। এই কর্মসূচি গুলির মধ্যে ছিল চারাগাছ বিলি এবং বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়াও এই দিন বিনামূল্যে মাক্স এবং স্যানিটাইজার বিলি করা হয়।

বিজেপির পুরাতন মালদার নগর মণ্ডল কমিটির সভাপতি  শ্যামসুন্দর ভট্টাচার্য বলেন, পুরাতন মালদা পুরসভার ৭,৮ এবং ১৯ নম্বর ওয়ার্ডের মণ্ডল কমিটির সদস্যদের যৌথ উদ্যোগে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 70 তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সেই কর্মসূচিতে বৃক্ষরোপণের পাশাপাশি মাস্ক এবং স্যানিটাইজার বিলি করা হয়। বিজেপির দ্বারা গ্রহণ করা এই কর্মসূচিতে খুশি এলাকাবাসী।