করোনা সংক্রমণকে ঠেকাতে ১৭ মে তারিখের পর লকডাউনের মেয়াদ যে আরও বাড়ছে তা একরকম নিশ্চিত করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার নিশ্চিত করে তিনি জানান যে, গোটা দেশেই লকডাউন চতুর্থ পর্যায়েও সম্প্রসারণ করতে হবে, তবে বর্তমানের লকডাউনের বিধিনিষেধ থেকে “সম্পূর্ণ আলাদা” ধরণের হবে। “বিশেষজ্ঞরা বলছেন করোনা ভাইরাস এখন আরও কিছুদিন এখানেই থাকবে। কিন্তু তা বলে তো আমরা আমাদের জীবনকে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করুক এটা হতে দিতে পারি না। আমাদের এর সঙ্গেই বাঁচতে হবে। আমরা মাস্ক পরবো এবং শারীরিক দূরত্ব বজায় রাখব তবে আমাদের স্বপ্নগুলোকে কিছুতেই ত্যাগ করব না”, জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় বলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি আরও বলেন, “লকডাউন ৪ এর সম্পূর্ণ আলাদা নিয়মকানুন থাকবে এবং রাজ্যগুলির থেকে পরামর্শ নিয়েই এই তালিকা তৈরি হবে। নতুন পদক্ষেপগুলো আগামী ১৮ মে-এর মধ্যেই ঘোষণা করা হবে। আমরা সেই নির্দেশ অনুসরণ করেই লড়াই চালাবো এবং সামনের দিকে এগিয়ে যাব”।