মাটিগাড়ায় ভাঙা ব্রিজ পরিদর্শনে জেলা শাসক

জলের স্রোতে ভেঙে গিয়েছে ব্রিজ । সেই ভাঙা ব্রিজ পরিদর্শনে আজ মাটিগাড়া এলাকার খাপরাইল ফুলবাড়ীতে গেলেন দার্জিলিং জেলা শাসক এস পন্নবলম । জেলা শাসকের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার এবং মাটিগাড়া ২ তৃণমূল সভাপতি খগেশ্বর রায় এবং স্থানীয় তৃণমূল নেতারা ।

বিগত দুমাস আগে বন্যার স্রোতে রক্তি নদীর দুটি ব্রিজ ভেঙে যায় । যার মধ্যে একটি ঝুলন্ত সেতুও রয়েছে । এই দুটি ব্রিজ ভেঙে পড়ায় এলাকার প্রায় কুড়ি হাজার মানুষ ঘুরপথে প্রায় ১০ কিমি পথ ঘুর পথে যাতায়াত করতে বাধ্য হত । স্থানীয় সূত্রে জানা গিয়েছে ব্রিজটি আগেও একবার দুর্বল হয়ে বসে যায় তখন কোনোমতে সারাই করে চলাচলের উপযোগী করে তোলা গেলেও এবার বন্যায় ব্রিজের লোহার খুটিগুলি বসে গিয়েছে । ফুলবাড়ীর ঝুলন্ত সেতুটিও পুরোপুরি ভেঙে গিয়ে সমস্যায় ভুগছে চাবাগানের প্রায় কয়েক হাজার লোক। তাই আজ দার্জিলিং জেলা শাসক রক্তি ব্রিজ ও ফুলবাড়ীর ঝুলন্ত পরিদর্শনে আসেন।এবং দ্রুত এই সেতু দুটি মেরামত করার আশ্বাস দিয়েছেন বলে সূত্রের খবর ।