মাঝেরহাট ব্রিজ খোলাকে কেন্দ্র করে ফের বিজেপি-পুলিশ সংঘর্ষ

এদিন মাঝেরহাট ব্রিজ খোলার দাবিতে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বাঁধে তারাতলা চত্বরে। রণক্ষেত্রে পরিণত হল শহর কলকাতা। বামপন্থী সংগঠনের ডাকা ধর্মঘটের দিনই মাঝেরহাট সেতু চালু করার দাবিতে বিক্ষোভ দেখায় বঙ্গ বিজেপি। ব্যাপক লাঠিচার্জ করা হয় পুলিশের তরফ থেকে। নামানো হয় কমব্যাট ফোর্স। পথে নামে ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকরাও।

প্রসঙ্গত, ২০১৮ সালে মাঝেরহাট ব্রিজটি ভেঙে পড়ে। বেহালা, মহেশতলা এবং বজবজের মত শহরতলির এলাকার লক্ষ লক্ষ মানুষকে মূল শহরের সঙ্গে যোগাযোগ স্থাপনে সাহায্য করে এই ব্রিজটি। ব্রিজটি ভাঙার দুই বছর পরেও কেন তা চালু হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। এদিন মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। যদিও লাঠিচার্জ-গ্রেপ্তারির পরও বারবার করে ফের জমায়েত করতে দেখা যায় বিজেপি কর্মীদের।