ষষ্ঠী ও সপ্তমীতে আবওহাওয়া বেশ মনোরম দেখা দিলেও আজ মহাঅষ্টমীতে সকাল থেকেই উত্তরের আকাশ মেঘলা, করোনা পরিস্থিতিতে মানুষের মনে ভয় বাসা বেঁধেছে বিগত ৮ মাস ধরে, এই মুহূর্তে সবাই তাকিয়ে আছে ভ্যাকসিন এর দিকে, জানা গিয়েছে ভারতের প্রস্তুত করা কোভ্যাক্সিন ট্রায়াল এর তৃতীয় পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছে।
গত ২ দিন ধরে শিলিগুড়ির দোকান বাজার এ ভিড় হতে দেখা দিলেও সাধারণ মানুষ এর বেশির ভাগই মাস্ক পরে এবং স্বাস্থবিধি মেনে চলেছে। পুজোর দিন গুলিতে প্রতি বছরের ন্যায় ভিড় খুব কম বললেই চলে, এদিকে হাই-কোর্ট এর নির্দেশ এর ফলে পুজোর আমেজ সেই ভাবে দেখা যায়নি।
দেবীবরণ, সিঁদুরখেলা সব কিছুতেই দাগ কেটে গেছে এই বছরের পুজোয়, শহরে বাড়ছে করোনার প্রকোপ তার এ মধ্যে এমন বিষন্ন আবহাওয়া অষ্টমীর আনন্দকে কিছুটা হলেও বঞ্চিত করছে ।