মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিশেষজ্ঞরা চাইছেন লকডাউন চলা উচিত মে মাস পর্যন্ত।

বিশেষজ্ঞ ও চিকিৎসকদের মতে, কোভিড-১৯ সংক্রমণ রুখতে লকডাউন চলা উচিত মে মাসের শেষ পর্যন্ত। বুধবার এমনটাই জানালে‌ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি কিছু ক্ষেত্রে লকডাউন সামান্য শিথিল করার কথাও জানালেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের গ্রিন জোনগুলিতে কেন্দ্রের নির্দেশ মেনে একক দোকানগুলি খোলা যাবে। তবে সমস্ত সাবধানতা ও সামাজিক দূরত্ব মেনে চলার বিধি মেনে। তিনি বলেন, ‘‘কেউ বলতে পারবে না কতদিনে এই সঙ্কট শেষ হবে। বহু দেশ এরই মধ্যে ঘোষণা করেছে লকডাউন মে মাসের শেষ সপ্তাহ ও জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত জারি রাখার।”