মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা শুভজিৎ কুন্ডু। উল্লেখ্য কোচবিহারের প্রাক্তন পৌরপতি বীরেন কুন্ডুর একমাত্র সন্তান শুভজিত বাবু। বাবার হাত ধরে রাজনীতিতে হাতেখড়ি হয় শুভজিৎ কুন্ডু র।এর আগে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। এবারের নির্বাচনে তার পূর্বতন ওয়ার্ড নং১১ নম্বর তপশিলি মহিলাদের জন্য সংরক্ষিত হবার ফলে শুভজিত বাবু বেছে নিয়েছেন তার পার্শ্ববর্তী ওয়ার্ড ১৭ নম্বর কে। ১৭ নম্বর ওয়ার্ডে শুভজিত বাবুর বাবার ভালো প্রভাব ছিল।আর সেটাকেই প্লাস পয়েন্ট করে ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন শুভজিত বাবু রাজনৈতিক মহল এমনটাই মনে করে। এদিন সকালে শুভজিৎ বাবুর সাথে মনোনয়ন পেশ করতে দেখা যায় ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা শুভজিৎ কুন্ডুর মা রেবা কুন্ডুকেও। এর আগে রেবা কুন্ডুও কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। বুধবার সকালে কোচবিহারের বেনফিশ ভবনের সামনেথেকে শুভজিৎ কুন্ডু,রেবা কুন্ডু ও যূথিকা সরকার এই তিন তৃণমূল প্রার্থীকে মিছিল করে প্রথমে পুলিশ হসপিটাল মসজিদ ও মদনমোহন মন্দির প্রার্থনা ও পুজো করে। তারপর কর্মী-সমর্থকদের নিয়ে সদর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন শুভজিৎ কুন্ডু কুন্ডু ও যূথিকা সরকার। মদনমোহন মন্দিরে শুভজিত বাবুর সাথে দেখা যায় আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কেও। মনোনয়ন জমা দেবার পর সুভজিত বাবু বলেন তিনি নিজের জয়ের ব্যাপারে একদম নিশ্চিন্ত এবং সেই সাথে তৃণমূল কংগ্রেস কোচবিহার পৌরসভার ভোট দখল করবে এটা কেবলমাত্র সময়ের অপেক্ষা উল্লেখ্য এখনো বীরেন কুন্ডুর প্রভাব কুচবিহার শহরে প্রচুর পরিমাণে আছে যে কারণে সেই প্রভাব কে কাজে লাগিয়ে তৃণমূলকে জেতানোর জন্য একটি পরিবার থেকে মা ও পুত্র কে মনোনয়ন দেয় দল।