নবান্ন অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত বাম যুব কর্মী মইদুল ইসলাম মিদ্দার মৃত্যুর প্রতিবাদে ইসলামপুর থানা ঘেরাও করল বাম-ছাত্র যুব সংগঠনের সদস্যরা। থানা ঘেরাও অভিযানের খবর পেয়ে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ যুব নেতা কর্মীদের পৌঁছানোর আগেই থানার মূল গেটের সামনে ব্যারিকেড লাগিয়ে দেয়। যুব ছাত্ররা সেই ব্যারিকেড ভাঙ্গানোর চেষ্টা করে। পরবর্তীতে পুলিশের মধ্যস্থতায় তারা থানার মূল গেটের সামনে বসে পড়ে এবং স্লোগান দেয়। পুলিশকে তারা ধিক্কার জানায় এবং তাদের তৃণমূলের দল দাস বলে আখ্যা দেয়। থানার সামনে দাঁড়িয়ে এরপর বক্তব্য রাখেন জেলা সভাপতি গৌতম বর্মন এবং যুবনেতা সামি খান। মইদুল ইসলাম এর মৃত্যুর ঘটনার পুনঃ তদন্ত চেয়ে মিছিলে স্লোগান চলতে থাকে। ঘন্টাখানেক থানা ঘেরাও কর্মসূচি চালানোর পর যুব ও ছাত্র নেতারা তাদের কর্মসূচি শেষ করেন
মইদুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে ইসলামপুর থানা ঘেরাও এসএফআই-ডিওয়াইআইএর
