বছর ঘুরতেই ফের গ্রাস করেছে করোনা আতঙ্ক। রীতিমতো ভয় ধরাচ্ছে দেশজুড়ে বাড়তে থাকা করোনা। দেশে উর্ধ্বে সংক্রমণের গ্রাফ। ইতিমধ্যেই করোনা মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। এই পরিস্থিতিতে ভাইরাসকে রুখতে আরও এক বড় পদক্ষেপ নিল মোদী সরকার। সরাসরি টিকা উৎপাদক সংস্থা থেকে ভ্যাকসিন কিনতে পারবে রাজ্যগুলো। পাশাপাশি সরকার নির্ধারিত দামে খোলাবাজারেও ছাড়তে পারবে সেই টিকা। কত দামে সেই টিকা বিক্রি করা হবে, তা আগামী ১ মে’র আগে ঘোষণা করতে হবে। ঘোষণা করল কেন্দ্র। রেকর্ড গতিতে টিকাকরণ চালাচ্ছে ভারত।