ভোট দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু

আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এবার নন্দীগ্রামে বেশি নজর দিয়েছে তৃণমূল এবং বিজেপি উভয় দলই। এই আসনে লড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে। নন্দীগ্রাম কেন্দ্র থেকে এই প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী। এই কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থীও তিনি। শুভেন্দু ভোটকেন্দ্রে যেতেই লাইনে দাঁড়ানো ভোটারদের মধ্যে উৎসাহ ছড়ায়।