ভূমিধসে নেপালে মৃত

নেপালের মরশুম ভবন ভারী বর্ষণের কথা জানিয়ে আগাম লোকজনকে সতর্ক করেছিল। নদী তীরবর্তী অঞ্চল এবং নিচু এলাকায় যাঁরা রয়েছেন, আরও বৃষ্টির পূর্বাভাস দিয়ে তাঁদেরও সতর্ক করা হয়েছে। নেপালের দুই জেলায় একাধিক ভূমিধসের জেরে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ চল্লিশেরও বেশি। বৃহস্পতিবার রাত থেকেই ব্যাপক বর্ষণ শুরু হয়েছে কাসকি ও লামজুং জেলায়। যার জেরে ওই দুই জেলার একাধিক স্থানে ধস নামতে শুরু করে।

কাসকি জেলায় তিনটি ভিন্ন ভূমিধসে সাত জনের মৃত্যু হয়েছে। কাসকির ডিএসপি সুভাস হামাল জানান, স্থানীয় সময় শুক্রবার ভোররাত আড়াইটে নাগাদ কাসকির পোখারা শহরে ভূমিধসে একটা গোটা বাড়ি ধূলিস্যাত্‍‌ হয়ে যায়। তিন শিশু-সহ একই পরিবারের পাঁচ জন ধ্বংস্তূপের নীচে চাপা পড়ে মারা গিয়েছেন।

এদিকে, লামজুং জেলাতেও ভূমিধসে একই পরিবারের তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা নাগাদ বিস্সাহর পুরসভা এলাকায় ভূমিধসে তাঁরা চাপা পড়েছিলেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে লামজুং জেলা কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে, তিন জনকেই মৃত বলে ঘোষণা করা হয়।