ভূত নাকি কুসংস্কার ?

ভৌতিক আতঙ্ক থেকে রক্ষা পেতে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করার সিদ্ধান্ত নিল রথখোলা স্পোর্টিং ক্লাবের সদস্য সহ সমগ্র এলাকাবাসী। এলাকাবাসীদের দাবি গত ১৫ আগস্ট চারচাকা গাড়ি নিয়ে কার্শিয়াং – এ ঘুরতে গিয়ে খাদে পড়ে যে পাঁচ যুবকের মৃত্যু হয় তার মধ্যে চারজন শিলিগুড়ি রথখোলা এলাকার বাসিন্দা। এই ঘটনার পর থেকেই এলাকায় ভূতের উপদ্রব শুরু হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, রাত বাড়তেই নাকি বাড়ছে অশরীরীদের উপদ্রব। কখনো শোনা যাচ্ছে বাড়ির ছাদে শব্দ আবার কখনো শোনা যাচ্ছে ভয়ানক চিৎকার। তবে এই কথা মেনে নিতে অস্বীকার করেছে শিলিগুড়ি রথখোলা স্পোটিং ক্লাবের সদস্যরা,তাদের দাবির প্রতি বছর পুজোর আগে এলাকায় কোনো না কোনো ব্যক্তির মৃত্যু হচ্ছে। সেই কারণে এলাকায় শান্তি স্থাপনের জন্যই এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে রবিবার সকাল ১০ টা থেকে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হবে আর এরপর গীতা পাঠ এবং কীর্তন, সর্বশেষে প্রসাদ বিতরণ দিয়ে শেষ করা হবে এই কর্মসূচি। এই যুগকে অংশগ্রহণ করবে দুর্ঘটনায় মৃত্যুর চার যুবকের পরিবার। তবে এলাকাবাসীরা ভৌতিক ঘটনার অভিযোগ করলেও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সহ-সভাপতি শংকর করে সম্পূর্ণ বিষয়টিকে কুসংস্কার বলেই অভিহিত করেছেন। তার মতে ভূত বলে কিছুই হয় না, এইসবই কুসংস্কার।