ভিআই চালু করলো মুভি রেন্টাল পরিষেবা

ভিআই হাঙ্গামা ডিজিটাল মিডিয়া এন্টারটেইনমেন্টের যৌথ উদ্যোগে ভিআই মুভি এবং টিভি অ্যাপ্লিকেশনে ভিডিও অন ডিমান্ড পরিষেবা চালু করলো। এই নতুন পার্টনারশিপের সঙ্গে ভিআই গ্রাহকরা ৪৮ ঘন্টার জন্য একটি সিনেমা ভাড়া নিতে পারবে এবং সেটি ক্রোমকাস্টের মাধ্যমে বড় পর্দায়ও দেখতে পারবে।

ভিআই প্রথম টেলিকো কোম্পানি হিসেবে ভারতে এই প্রিমিয়াম ভিডিও অন ডিমান্ড (পিভিওডি) পরিষেবাটি নিয়ে এসেছে।


এই পার্টনারশিপটি ভারতে ডিজিটাল ইকোসিস্টেম বৃদ্ধি করার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে, সাথে এটি ভিআই গ্রাহকদের প্রিমিয়াম হলিউডের সিনেমাগুলি সহজেই দেখার সুযোগ করে দিবে। এই পার্টনারশিপ সম্বন্ধে ভিআই-এর সিএমও অবনীশ খোসলা বলেছেন, “…আমাদের উদ্ভাবনী এবং পার্টনারশিপ নেতৃত্বাধীন কন্টেন্ট স্ট্রাটেজি আমাদের সাহায্য করেছে এই বিপুল অপব্যয়িত বাজারে কন্টেন্ট মনিটাইজেসনের উদ্দেশ্যে টেলিকো-ফাস্ট এর দিকে এগোতে। আমরা এই সেগমেন্টের উন্নতির জন্য হাঙ্গামা ডিজিটালের মতো সম-মানসিক পার্টনারদের সঙ্গে কাজ করার দিকে আগ্রহী”।