কোভিড পরিস্থিতিতে ট্রেন চালু হলেও প্রায় তিনগুন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আজ বিক্ষোভ দেখাল তৃণমূলের যুব সংগঠনের সদস্যরা। জানা গেছে এদিন জলপাইগুড়ি ট্রেন স্টেশন ম্যানেজারের ঘরের সামনে বিক্ষোভ দেখান তারা। তৃণমূলের অভিযোগ, দশ মাস পর নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি লোকাল ট্রেন সম্প্রতি চালু হলেও রিজার্ভেশন সিস্টেমে টিকিটের ভাড়া প্রায় তিনগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
তার থেকেও বড় সমস্যা লোকাল ট্রেনের যাত্রীদের টিকিট কাউন্টারে এসে ফর্ম ফিলাপ করে টিকিট কাটতে হচ্ছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে দৈনন্দিন রেল যাত্রীদের। লোকাল ট্রেনের নিত্য যাত্রীদের জন্য অবিলম্বে সাধারণ কাউন্টার চালু করার দাবি জানান যুব তৃণমূল কর্মিরা। এই দাবিতে সংগঠনের জেলা সভাপতি সৈকত চ্যাটার্জির নেতৃত্বে এদিন জলপাইগুড়ি টাউন স্টেশনের ম্যানেজারের দপ্তর ঘেরাও করে রাখা হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে রেল পুলিশ বাহিনী। তাদের অনুরোধে ঘেরাও তুলে নেওয়া হয়।