করোনা মোকাবিলার নাজেহাল পরিস্থিতিতে ভারতেরই এক অঞ্চল, লক্ষদ্বীপ সম্পূর্ণ করোনা মুক্ত। এই অঞ্চলে এখনো পর্যন্ত কোনও করোনা পজেটিভ ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। এখানে বাস ৬৪ হাজার মানুষের। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখানে মোট ৬১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। কিন্তু কারওর রিপোর্ট পজিটিভ আসেনি। কীভাবে সম্পূর্ণ করোনা মুক্ত ভারতের এই দ্বীপ?
লক্ষদ্বীপ-এর স্বাস্থ্যসচিব ডাক্তার এস. সুন্দরাভাদিভেলু জানান, এই দ্বীপপুঞ্জের বেশিরভাগ লেনদেন হয় কেরলের সঙ্গে। ভাইরাস যখন একটু একটু করে দেশের চৌকাঠ পেরিয়ে রাজ্যগুলোতে হানা দিতে শুরু করেছিল তখন থেকেই করোনা রুখতে নেওয়া হয় একাধিক পদক্ষেপ। পাশাপাশি কেরালা সরকার সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
করোনা রুখতে লক্ষদ্বীপের লক্ষদ্বীপের হলেও মানুষ সুরক্ষিত থাকলে ঘুরে দাঁড়াবে অর্থনীতিও, আশাবাদী স্থানীয় প্রশাসন।