স্বর্ণপদকপ্রাপ্ত নির্মাতা ভারতীয় ইনফ্রা প্রজেক্টস লিমিটেড -এর পরিচালক শ্রী পবন ভারতীয় তাঁর সংস্থার সুদীর্ঘ কার্যকালে টাটা মোটরস -এর অবদান সম্পর্কে সপ্রশংস মন্ত্যব্য করেন | শ্রী ভারতীয় বলেন, “১৯৬০ সালে আমার বাবা যখন ডিব্রুগড় বিমানবন্দর প্রকল্পের জন্য একটি কোয়ারিয়াম থেকে পাথর সরোবরাহের জন্য স্বত্বাধিকারী সংস্থা হিসেবে ব্যবসা শুরু করেছিলেন , তখন আমরা টাটা ট্রাক নিয়ে কাজ করেছি |”
কয়লা, চুনাপাথর, গ্রানাইট -এর ম্পত খনিজ সম্পদের বিপুল ভান্ডার থাকায় ভারতের উত্তর-পূর্ব অঞ্চল নির্মাণশিল্প ও মাইনিং -এর উপযোগী |তবে এই অঞ্চলে নির্মাণ শিল্পের উন্নয়ন করতে হলে এখানকার পরিবেশ ও টোপোগ্রাফির যাতে কোনো ক্ষতি না হয় সেদিকেও খেয়াল রাখা জরুরি | পরিবেশ সচেতন ও টেকসই উপায়ে কাজ করতে অঙ্গীকারবদ্ধ ভারতীয় ইনফ্রা প্রজেক্টস লিমিটেড সম্প্রতি চ্যালেন্জিং পরিস্থিতিতে অসামান্য কাজের জন্য জাতীয় হাইওয়ে এক্সিলেন্স অ্যাওয়ার্ড , ২০২০ সালে সোনার পুরস্কার পেয়েছে | পুরস্কারপ্রাপ্ত এই সংস্থার পরিচালক শ্রী পবন ভারতীয় জানান যে মনিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ- এর মতো পাহাড়ি অঞ্চলে অবাধে সুদক্ষ ভাবে কাজ করতে হলে এমন টিপ্পার – এর প্রয়োজন যেটা শক্তভাবে ব্যাক -আপ দেবে | তাই তাঁর মতে ঐসব অঞ্চলে সুদক্ষ ও পরিবেশ সচেতন ভাবে প্রকল্পগুলিকে সফল করতে টাটা মোটরসই একমাত্র ভরসা | টাটা মোটরস -এর ট্রাকের টান টান শক্তি এবং উচ্চতর টর্ক চূড়ান্ত পাহাড়ি অঞ্চলে কাজ করতে সাহায্য করে | শ্রী ভারতীয়র কাছে টাটা মোটরের পণ্যগুলির মধ্যে বিশেষ ভাবে পছন্দের তালিকায় রয়েছে টাটা সিগনা ২৮২৫ কে এবং এলপিকে ২৫২৩ |
ভারতীয় ইনফ্রা প্রজেক্টস লিমিটেড এরকবর্তমান বহরটি ৪০০ টির বেশি ট্রাক নিয়ে গঠিত যেগুলির মধ্যে ৩০০ টিরও বেশি টাটা মোটরের , সর্বশেষ বি এস ৬ রেঞ্জের ৮২ টি টিপ্পারস নিয়ে |টাটা মোটরস-এর সহযোগিতায় অরুণাচল প্রদেশ , মিজোরাম তথা ভারতের উত্তর -পূর্ব অঞ্চলে ভারতীয় ইনফ্রা প্রজেক্টস লিমিটেড -এর নির্মাণ প্রকল্পগুলি সাফল্য লাভ করবে বলে আসা রাখেন শ্রী পবন ভারতীয় |
প্রসঙ্গত টাটা মোটরস -এর কমার্শিয়াল ভেইকেল বিসনেস ইউনিট , সেলস এণ্ড মার্কেটিং -এর ভাইস প্রেসিডেন্ট শ্রী রাজেশ কাউল বলেন , ” টাটা মোটরস সর্বোত্তম মানের টেকসই পণ্য বিক্রি করে ক্রেতাদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে |” তিনি আরও বলেন যে ভারতীয় ইনফ্রা প্রজেক্টস লিমিটেড এবং টাটা মোটরস- এর ৬ দশকেরও বেশি দীর্ঘ সম্পর্ক | শ্রী কাউল মনে করেন যে টাটা মোটরস-এর প্রতি ভারতীয় ইনফ্রা প্রজেক্টস লিমিটেড-এর দৃষ্টিভঙ্গি টাটা মোটরসকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করেছে | আগামী বছরগুলিতেওঁ যাতে এই দুই সংস্থার সম্পর্ক আরও দৃঢ়তোরো হয় এবং যৌথ কর্মোদ্যোগ সফলতা পায় সেই আশা রাখছেন শ্রী রাজেশ কাউল |