করোনার থাবায় দেশের সুরক্ষার কী হবে? লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই জানালেন, এখনও পর্যন্ত দেশের ৩২,২৩৮ জন আধাসামরিক জওয়ান করোনা আক্রান্ত। উত্তপ্ত ভারত-চীন সীমান্ত। এই পরিস্থিতিতে ভারতীয় সেনা শিবিরে করোনার থাবা নিঃসন্দেহে চিন্তা বা রাজ্য প্রশাসনের।
কেন্দ্রীয় মন্ত্রী জানান, ৯১৫৮ জন আধাসামরিক জওয়ান, ৮৯৩৪ জন বি.এস.এফ জওয়ান, ৫৫৪৪ জন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স , ৩৩৮০ জন ইন্দো তিবেটান বর্ডার পুলিশ, সশস্ত্র সীমা বল এর ৩২৫১ জন, অসম রাইফেলস এর ১৭৪১ জন এবং ২২৫ জন এন.এস.জি কমান্ডার এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত।