ব‍্যাকগ্রাউন্ড ডান্সারদের পাশে বরুন ধাওয়ান

দীর্ঘদিন লকডাউন চলায় বলিউডের কলাকুশলীদের আর্থিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছিল। এখন আন লকডাউনে শুটিং ধীরে ধীরে শুরু হলেও শুটিং সেটে কম সংখ‍্যক লোক নিয়ে কাজ করার নিয়মের জন‍্য ব‍্যাকগ্রাউন্ড ডান্সারদের আর্থিক পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। এমন অবস্থাতেই তাদের সাহায‍্যের হাত বাড়িয়ে দিলেন বরুন। করোনার জন‍্য বর্তমান আর্থিক সঙ্কটে ২০০ জন ব‍্যাকগ্রাউন্ড ডান্সারের অ্যাকাউন্টে টাকা পাঠালেন অভিনেতা।

এবিসিডি ২ ও স্ট্রিট ডান্সার থ্রিডি ছবিতে নিজেই একজন ডান্সারের চরিত্রে অভিনয় করেছিলেন বরুন। তাই বাস্তব জীবনে তাদের সমস‍্যাটা বোঝেন তিনি। জানা গিয়েছে, ২০০ জন ব‍্যাকগ্রাউন্ড ডান্সারের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন অভিনেতা। এই পরিস্থিতিতে বহু তারকার কাছেই সাহায‍্যের অনুরোধ করেছিলেন এই ডান্সাররা।
এক সাক্ষাৎকারে একজন প্রাক্তন ব‍্যাকগ্রাউন্ড ডান্সার এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানান, বরুন ধাওয়ান ওই ডান্সারদের সাহায‍্য করেছেন। তিনটি ছবিতে ব‍্যাকগ্রাউন্ড ডান্সারদের সঙ্গে কাজ করেছেন অভিনেতা। তাদের সংসার কিভাবে চলছে তা নিয়ে বরুন বেশ চিন্তিত ছিলেন বলেও জানান ওই প্রাক্তন ডান্সার।

তিনি আরও বলেন, অনেকেই এমন আছেন যারা টাকা ধার করে সংসার চালাচ্ছেন। অনেকের বাড়িতে অসুস্থ বাবা মা রয়েছেন। শুটিং শুরু হলেও ডান্সারদের সেটে আসতে এখনও অনেক সময় লাগবে বলে জানান ওই ব‍্যাকগ্রাউন্ড ডান্সার।