ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ কিছুতেই আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। ইতিমধ্যেই কেন্দ্র সরকার করোনা মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার সেই পদক্ষেপের তালিকায় রতন টাটা। সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত চিকিত্সক-নার্সদের বিনামূল্যে উড়ান দেবে রতন টাটার যাত্রীবাহী বিমান পরিবহন সংস্থা। সরকারের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ।