বড় চাপ

সময় খারাপ চলছে রাজ্য শাসক দলের। ভোটের আগে বড় চাপ তৃণমূলের ঘরে। এর আগেও অনেক তৃণমূল নেতার ডাক পড়েছে ইডি, সিবিআই  ও আয়কর দফতরের তরফে। একের পর এক চলছেই রাজ্য বিধানসভা ভোটের আগে। এবার ফের আয়কর দফতরের তলব। এবার তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠাল আয়কর দফতর। নেতার বিরুদ্ধে হিসাব বহির্ভূত এবং আয়ের অধিক সম্পত্তি থাকার অভিযোগ রয়েছে। বীরভূম ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোলে অনুব্রত মণ্ডলের সম্পত্তি রয়েছে। এক সপ্তাহের মধ্যেই তলব করা হয়েছে তাঁকে। অনুব্রতবাবুকে তাঁর যাবতীয় তথ্যের নথি জমা করতে বলা হয়েছে। আগামী ২৯ এপ্রিল ভোট রয়েছে বীরভূমে।