বড় ঘোষণা

ফের হু হু করে বাড়তে শুরু করে করোনা সংক্রমণ৷ ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি। তৈরি হচ্ছে নতুন রেকর্ড৷ পাশাপাশি বাড়ল মৃত্যুর সংখ্যাও৷ এই পরিস্থিতিতে এবার বড়সড় ঘোষণা করল নবান্ন। রাজ্য সরকার সমস্ত সরকারি ও আধা সরকারি দফতরে কর্মীদের হাজিরা কমিয়ে পঞ্চাশ শতাংশ করেছে৷ নবান্নের প্রশাসনিক স্তরে সেই নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে কোভিড মোকাবিলার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে নবান্ন।