ব্রেট লি বলেন, সচিন শেন ওয়ানর্কে নিয়ে ছেলে খেলা করত।

প্রাক্তন অস্ট্রেলিয়া পেসার ব্রেট লি খোলসা করেছিলেন কী ভাবে সচিন তেন্ডুলকর তারকা স্পিনার শেন ওয়ার্নকে ছাপিয়ে যেতেন তাঁর সেরা বোলিং স্বত্বেও। ইঁদুর-বেড়ালের খেলা খেলতেন তাঁরা কখনও কখনও। যেটা ওয়ার্নের সঙ্গে বেশি ব্যাটসম্যান করতে পারতেন না। প্রাক্তন এই ফাস্ট বোলার অস্ট্রলিয়ার হয়ে৭৬টি টেস্ট ও ২২১টি ওডিআই খেলেছেন। বলেন, তেন্ডুলকর ওয়ার্নের সব ভ্যারিয়েশন ধরে ফেলতে পারত যা বেশিরভাগ ব্যাটসম্যানকেই সমস্যায় ফেলত। তিনি বলেন, ‘‘ও অনেক সময় উইকেট ছেড়ে বেরিয়ে এসে ওয়ার্নকে শর্ট বল করার জন্য আহ্বান করত। কখনও, ও মাথা ঠান্ডা করে অপেক্ষা করত ব্যাক ফুটে এবং সেই অসাধারণ শটগুলো খেলত।” স্টারস্পোর্টসের শো ‘ক্রিকেট কানেক্টেড’এ এই কথা বলেন ব্রেট লি।

 

লি বলেন, ‘‘এটা অনেকটা ও ওয়ার্নের সঙ্গে ইঁদুর-বিড়ালের লড়াই খেলছে। খুব বেশি ব্যাটসম্যানের পক্ষে শেন ওয়ার্নের সঙ্গে এটা খেলা সম্ভব ছিল না কারণ ও প্রতিভাবাণ ছিল।”