স্টিভ স্মিথ প্রচলিত নিয়মের বাইরে বেরিয়ে ব্যাটিং টেকনিকের জন্য সব সময় প্রশংসিত হয়েছেন। সেই স্মিথই এ বার কিছু ব্যাটিং টিপস দিলেন যা উদীয়মান ক্রিকেটারদের কাজে লাগবে অবশ্যই। ইনস্টাগ্রামে তিন মিনিটের ব্যাটিং টিপসের ভিডিও পোস্ট করলেন তিনি। যেখানে তিনি, দুটো বিশুদ্ধ সুইং শটের কথা বলেছেন যা সব প্লেয়ারের মধ্যেই থাকে বলে তিনি মনে করেন। স্মিথ ইনস্টাগ্রামে লেখেন, ‘‘অনেক প্রচুর মানুষ বলে ব্যাটিং নিয়ে কিছু টিপস দিতে সে কারণেই আমি যা জানি সেটা বলছি। এই ভিডিও সেটা নিয়ে যাকে আমি প্রথম অথেন্টিক সুইং বলে ব্যাখ্যা করি। আমি দ্বিতীয় অথেন্টিক সুইং কিছু দিনের মধ্যেই জানাবো। আমাকে জানান আপনারা আর অন্য কী দেখতে চান।”