বেহাল সড়ক, সমস্যা নিয়েই চলতে বাধ্য স্থানীয়রা

উন্নয়নে সর্বত্র “শ্রী” দেখা গেলেও পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত কার্যালয়গামী রোডের হাল বিশ্রী। বছরের পর পাথরঘাটা রোড কিলোমিটারের পর কিলোমিটার বেহাল অবস্থায় পড়ে থাকলেও নজর নেই প্রশাসনের এমনটাই অভিযোগ স্থানীয়দের। মাটিগাড়া জাতীয় সড়ক হয়ে হরসুন্দর স্কুলের পাশ দিয়ে চকচকে রাস্তা ধরে একটু এগোলেই রাস্তার আসল চেহারা দেখা যাবে। বাসিন্দাদের অভিযোগ প্রায় তিন চার কিলোমিটার রাস্তার কোথাও একটুকুও পিচের আস্তরণ নেই। বর্ষা এবং লকডাউনের পর রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে। স্থানীয় বাসিন্দা হরিমোহন রায়ের অভিযোগ অঞ্চলের অন্তর্গত কিছু রাস্তা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় ঝা চকচকে করে গড়ে তোলা হলেও অঞ্চলের মূল রাস্তাটি নিয়ে কোনো হোলদোল নেই । তিনি আরো জানিয়েছেন স্থানীয় নেতারা বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত এবং মহকুমা পরিষদের মেয়াদও শেষ হয়ে যাওয়ায় এই রাস্তাটি যে এখনই সংস্কার হবে না তা অনুমান করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ জমছে।