বেহাল নাগরিক পরিষেবা নিয়ে বিক্ষোভ বাম-কংগ্রেসের

শহরের পৌর পরিষেবা নিয়ে আন্দোলনে নামল বাম-কং । সূত্রের খবর জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল, পানীয় জলের অভাব, জঞ্জাল অপসারণ নিয়ে বিস্তর অভিযোগ । এই সমস্যাগুলোকে অতি দ্রুত সমাধানের জন্য এবার যৌথভাবে আন্দোলনে নামলেন সিপিএম এবং কংগ্রেসের নেতা-কর্মীরা ।শহরের কদমতলা মোড়ে যৌথ সভার মাধ্যমে বিক্ষোভ আন্দোলন করেন তারা ।

অভিযোগ , দীর্ঘদিন ধরে শহরের বেহাল রাস্তা সংস্কার করা হচ্ছে না । বছরের পর বছর ধরে নিম্নমানের পৌর পরিসেবা নিয়ে‌ও সরব হন তারা । আবর্জনার স্তুপে পরিণত হওয়া জলপাইগুড়ি শহরে উন্নত পরিসেবা দেওয়ার দাবি তোলে । পুজোর আগে রাস্তা সংস্কার, পথবাতির ব‍্যবস্থা ও জল নিকাশি ব্যবস্থার দাবি তোলা হয় বামফ্রন্ট ও কংগ্রেসের পক্ষ থেকে । এই নিয়ে বর্তমান পৌর প্রশাসক মণ্ডলির বিরুদ্ধে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পথসভা করছেন তারা । এই বিক্ষোভ প্রতিবাদে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, প্রাক্তন কাউন্সিলর ও বর্তমান কো-অর্ডিনেটর অম্লান মুন্সি, ডিওয়াইএফ‌আই নেতা দীপশুভ্র সান্যাল, অরিন্দম চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়, আরএসপি নেতা প্রকাশ রায় সহ অন্যান্য নেতারা।