বুর্জ খলিফার লাইট অ্যান্ড সাউন্ড শোতে বাদশা

দুবাই: ৫৫তম জন্মদিনে এ বার দেশে উপস্থিত ছিলেন না শাহরুখ খান। এ বছরে স্ত্রী গৌরী, মেয়ে সুহানা, দুই ছেলে আরিয়ান আর আব্রামকে নিয়ে পাড়ি দিয়েছিলেন দুবাইতে। সঙ্গে ছিলেন তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু- পরিচালক, প্রযোজক করণ জোহর এবং ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা।

এবছর জন্মদিনে দুবাই –এর পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডরের আপ্যায়নে বিশেষ বন্দোবস্ত করেছিলেন দুবাই। পৃথিবীর বৃহত্তম বহুতল বুর্জ খলিফা সেজে উঠল নায়ক-অভিনীত দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে, রা ওয়ান, ডন এবং আরও বেশ কিছু ছবির স্থিরচিত্রের স্লাইড শোয়ে। যোগ্য সম্মান পেয়ে আপ্লুত বাদশা।