বুড়ো শিবতলার মন্দির স্থানান্তরিত হচ্ছে

বৃহস্পতিবার বুড়োশিবতলার ওয়ার্ড কো অর্ডিনেটর তথা কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য তারক সিং জানিয়েছেন, যানজট এড়াতেই স্থানান্তর করা হচ্ছে দক্ষিণ কোলকাতার বিখ্যাত শিব মন্দির। রায় বাহাদুর রোডে তিন রাস্তার মোড়ে বহু বছর থেকে অবস্থান করছে এই বিখ্যাত মন্দিরটি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট অঞ্চলে বেড়েছে যানজট। তাই কলকাতা রাস্তার মাঝখান থেকে মন্দির স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। এই প্রসঙ্গে তারকবাবু জানান, “পুরসভা সংলগ্ন এলাকায় তিন একর জমি নেওয়া হয়েছে। আমরা লোকালয়ে একটি সুন্দর মন্দির তৈরি করব। দুর্গাপূজার পরে প্রতিমা স্থানান্তরিত হবে”। হয়েছে। ইতিমধ্যেই মন্দির স্থানান্তরের কাজ শুরুও হয়ে গেছে।