বিয়ের সাজে ঋষি কৌশিক

চুপি সারে বিয়ে করলেন টেলিভিশন পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ ঋষি কৌশিক। কনে বাংলাদেশী নায়িকা সাফা কবির। স্টার জলসার ‘একদিন প্রতিদিন’ ধারাবাহিক দিয়ে শুরু হয় তার অভিনয়ের পথ। বর্তমানে ‘কোড়াপাখি’ নামক একটি ধারাবাহিকে অভিনয় করছেন ঋষি। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে এক ছবি। পরিচালক রাকেশ বসুর ছবি ‘চিলেকোঠায় ভালোবাসা’-এর জন্যই এই জুটি বেঁধেছেন ঋষি।