বিষাদ

মৃতের কবরে প্রতিদিন একটা ফুল রেখো।অনেক বসন্ত পার হতে হতে প্রকৃতির নিয়মেই শেষ নমস্কার নেমে আসে মাসের শেষ রবিবারে।

পুরোনো বান্ধবীর সাথে আজকাল

দেখা তো দূর

কথা হয়না মোটেই…

মৃতদেহের উল্লাস চারপাশে

রোজ নতুন মৃত ব্যক্তির নাম। 

লাশ দেখতে পেয়ে

কারোর হাসি পায়নি

কেউ জীবন খোঁজেনা লাশের গন্ধে।তবুও আমার শরীর থেকে 

জীবনের গন্ধ বেরোয়,ভালো-মন্দের পালা চলতে থাকে।

বিষাদ !!!

তুমি কেমন আছ?

মৃতেদের ভীড়ে আমি 

নমস্কার জানাতে এলাম…

একবার তাকাও।

………………..অনন্যা দাশগুপ্ত