বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রবেশের অনুমতি দিল চিন সরকার

চীনের উহানে গত বছরের ডিসেম্বরে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। করোনা সংক্রমণ এর উৎস অনুসন্ধানে চিনের উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদলের সফরের প্রস্তুতি পুরোদমে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাভাইরাসের উৎসের বিষয়টি তদন্ত করতে চীন আশ্বাস দিয়েছে যে তারা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দেশে প্রবেশের অনুমতি দেবে। চলতি সপ্তাহের প্রথম দিকে  বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১০ সদস্যের দলকে উহানে সফরের অনুমতি দিল চিন সরকার।