বিরোধী দলগুলিকে টুইটারে পরামর্শ দিলেন যশোবন্ত সিনহা।

পরিযায়ী শ্রমিক এবং গরীব মানুষের পরিস্থিতি তুলে ধরতে রাস্তায় নামা উচিত বিরোধী দলগুলির, কারণ, তাঁদের ভোগান্তি নিয়ে “অন্ধ ও বধির” হয়ে গিয়েছে সরকার, শনিবার সকালে টুইটারে এমনটাই লিখলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহা। প্রাক্তন এই বিজেপি নেতা বলেন, “সমালোচনা করা এবং বিবৃতি দেওয়া” দেশের আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের উন্নতিতে সাহায্য করবে না। একদিন আগেই সনিয়া ২২টি বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন সনিয়া গান্ধি, সেখানে করোনা ভাইরাসের মোকাবিলায় সরকারের পদক্ষেপ, পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি একগুচ্ছ দাবি তোলা হয়।