বিরাট কোহলি সাইক্লোনে ক্ষতিগ্রস্থদের উদ্দেশ টুইট করলেন। বুধবার প্রবল ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে বিধ্বস্ত অবস্থা বাংলা ও ওড়িশার বিস্তির্ণ এলাকা। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়র বিরাট কোহলি টুইটে লেখেন, ‘‘যারা পশ্চিমবঙ্গ ও ওড়িশায় #CycloneAmphan -এ ক্ষতিগ্রস্থ তাঁদের জন্য প্রার্থণা করব।” তিনি আরও লেখেন, ‘‘ভগবান সবাইকে রক্ষা করুণ যাঁরা সেখানে রয়েছেন এবং আশা করব পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।” পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘এই ঝড়ে পশ্চিমবঙ্গে ১২ জনের মৃত্যু হয়েছে।”
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমফানের প্রভাব করোনভাইরাস মহামারীর চেয়েও খারাপ ছিল। তিনি দাবি করেন যে ঘূর্ণিঝড়ের কারণে এক লাখ কোটি টাকার ক্ষতি হতে পারে।
“একটার পর একটা এলাকা ধ্বংস হয়ে গেছে। যোগাযোগ ব্যাহত,” বলেন মমতা। পাঁচ লক্ষ মানুষকে সরিয়ে নেওয়া হলেও, রাজ্য কর্তৃপক্ষ ঝড়ের ক্ষমতা পুরোপুরি বুঝে উঠতে পারেনি।