বিমানের জ্বালানি আর যাত্রা সময় কমাতে ভারতের আকাশপথের বিধিনিষেধ লঘু করা হবে।

বিমানের জ্বালানি আর যাত্রা সময় কমাতে ভারতের আকাশপথের বিধিনিষেধ লঘু করা হবে। শনিবার এমন ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এদিন তিনি ছয়টি বিমানবন্দরের বেসরকারিকরণের প্রসঙ্গেও মুখ খুলেছেন। প্রধানমন্ত্রীর ঘোষিত ২০ লক্ষ-কোটির আর্থিক প্যাকেজের ব্যায়-বরাদ্দ প্রসঙ্গে বিস্তারিত জানাতে শনিবার অর্থাৎ চতুর্থ দিনও সাংবাদিকদের মুখোমুখী হয়েছিলেন অর্থমন্ত্রী। শনিবার আকশপথে লাগু থাকা বিধিনিষেধ প্রসঙ্গে বলতে গিয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে অসামরিক বিমান পরিবহণ শিল্পের প্রতিবছর হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবে। তিনি বলেন, “শনিবার পর্যন্ত ভারতের ৬০% আকাশপথ ব্যবহারের জন্য খোলা। এই হার ক্রমে বাড়বে। এর জেরে জ্বালানির সঙ্গে যাত্রাপথের সময়ও কমবে। ফলে, আর্থিক লাভের মুখ দেখবে বিমান পরিবহণ ক্ষেত্র। এই ক্ষেত্র ভারতের কাছে অন্যতম সক্ষম একটা মাধ্যম।”