অবতরণ ও যাত্রা করার সময় বিমানগুলিকে মারাত্মক সমস্যায় ফেলতে পারে পঙ্গপালের ঝাঁক! প্রায় তিন দশক পরে পশ্চিম ও মধ্য ভারতে দেখা গিয়েছে পঙ্গপালের হামলা। এরই মধ্যে শুক্রবার সিভিল এভিয়েশন ডিরেক্টর জেনারেল (ডিজিসিএ) সতর্ক করেছে বিমান সংস্থাগুলিকে। বিমান সংস্থাগুলিকে এক বিজ্ঞপ্তিতে ডিজিসিএ জানিয়েছে, “সাধারণত পঙ্গপাল নিম্ন স্তরে পাওয়া যায় এবং তাই অবতরণে এবং উড়ান দেওয়ার সময় বিমানের জন্য ঝুঁকি সৃষ্টি করে।”
বিমানগুলিকে মারাত্মক সমস্যায় ফেলতে পারে পঙ্গপালের ঝাঁক!
