বিবিডি বাগের ব্য়াঙ্কে ভয়াবহ আগুন

শুক্রবার সকাল ৮ টা ১০ নাগাদ বিবিডি বাগে ‘১৫ ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেস’-র লকার রুমে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্য়েই আগুন ছড়িয়ে পড়ে বিবিডি বাগ এলাকার ইউনিয়ন ব্য়াঙ্কে। ভয়াবহ আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়তেই কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। ঘটনার খবর পেয়ে হাজির দমকলের ৬টি  ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রনে আনেন তাঁরা। ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা হয়েছে এবিষয়ে কর্তৃপক্ষের তরফে এখনও কিছু জানানো হয়নি।