বিনামূল্যে কলেজের অনলাইন ফর্ম ফিলআপের দাবি নিয়ে সরব হলো তৃণমূল ছাত্র পরিষদ

স্টাফ রিপোর্টার: বর্তমান পরিস্থিতিতে এমনিতেই নাজেহাল ছাত্রছাত্রীরা, তার মধ্যে লাগছে ফর্ম ফিলাপ করতে টাকা। এই খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হতে জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও আনন্দচন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই ব্যাপারে ব্যাবস্থা নেয়। শহরের বেশ কয়েকটি জায়গায় উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারা। এবং সেই দিকেও নজর রাখে যাতে, কলেজের ভর্তির সময় তাদের কোনো রকম সমস্যায় না পড়তে হয়। শহরের বিভিন্ন এলাকায় তৃণমূল ছাত্র পরিষদ ক্যাম্প করে ছাত্র ছাত্রীদের সাহায্য করে চলেছে। বস্তুত, তৃনমূল ছাত্র পরিষদের দ্বারা বিনামূল্যে অনলাইন আবেদনের শিবির করে ছাত্রছাত্রীরা বেশ খুশি।