বিধ্বংসী অগ্নিকাণ্ড সল্টলেকে

শনিবার সকালে সল্টলেক সেক্টর ফাইভের বিএন ব্লকের একটি বহুতলে ঘটে বিধ্বংসী অগ্নিকাণ্ড৷ পুড়ে ছাই হয়ে যায় ১৫-১৬ টি ঘর ও তাদের আসবাবপত্র এবং নিত্য প্রয়োজনীয় জিনিস। বাঁচানো যাইনি তাঁদের প্রয়োজনীয় জিনিসপত্র। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, লেবার রুমের পাশে রান্নাঘরে রান্না করার সময় আগুন লাগে৷ দুটি ইঞ্জিন দ্রুত আসে ঘটনাস্থলে৷