অবিলম্বে প্রাথমিক বিদ্যালয় খোলার দাবিতে জেলা প্রাথমিক শিক্ষাসংসদের সামনে বিক্ষোভ দেখালেন বঙ্গীয় শিক্ষক সংগঠনের সদস্যরা।বুধবার বঙ্গিয় প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ভবনে অবস্থানে বসেন তারা।
বিদ্যালয় খোলা সহ আরও বিভিন্ন দাবিতে এই অবস্থান আন্দোলন বলে জানান বঙ্গিয় প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা। তাদের দাবি স্বাস্থ্য বিধি মেনে অবিলম্বে বিদ্যালয় খোলার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি দূরত্ব অনুযায়ী এবং সিনিয়রিটি সহ প্রতিবন্দী ও শিক্ষিকাদের অগ্রাধিকারের ভিত্তিতে অবিলম্বে জেনারেল ট্রান্সফার সারর্কুলার জারি করতে হবে বলে দাবি করেন তারা। এছাড়া অবিলম্বে শিক্ষকদের বকেয়া প্রদানের দাবি জানানো হয়। প্রতিটি স্কুলে শ্রেণী ভিত্তিক শিক্ষক নিয়োগ করা সহ মোট কুড়ি দফা দাবিতে এই অবস্থান বলে জানান সংগঠনের সভাপতি শ্যামল রায়।