বিজেপি-শিবসেনার বিচ্ছেদ, মন্ত্রিসভা থেকে ইস্তাফার ইচ্ছে প্রকাশ অকবিন্দ সাওয়ান্তের..

নিজস্ব সংবাদদাতা : মহারাষ্ট্রে বিজেপি ও শিব সেনার সঙ্গে তীব্র টানপোড়েনের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগের কথা ঘোষণা করলেন উদ্ধব ঠাকরের দলের এক সাংসদ। ভারী শিল্পের কেন্দ্রীয় মন্ত্রী অকবিন্দ সাওয়ান্ত সোমবার মোদি সরকার থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন।

শিব সেনার দলীয় স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, ইস্তফা ঘোষণার জন্য তিনি পরে দিল্লিতে সাংবাদিক সম্মেলন করবেন। ট্যুইটে সাওয়ান্ত জানিয়েছেন, ‘এই ভুল পরিবেশে কেন দিল্লি সরকারের সঙ্গে থাকব? সেই কারণেই আমি কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি।’