বিজেপি প্রাথীর হয়ে ভোট প্রচারে কেন্দ্রীয়মন্ত্রী

চলতি মাসে সামনেই রাজ্যে হবে উপনির্বাচন৷ মাঝে বাকি আর মাত্র কয়েকদিন৷ প্রচার শুরু হয়েছে চারদিকে৷ ভবানীপুরে খোদ মুখ্যমন্ত্রীর বিপরীতে রয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ এদিকে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে নামলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদ্বীপ সিং পুরী৷ সকাল থেকেই প্রচারে নেমেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী৷ দিনভর প্রচার কর্মসূচি রয়েছে তাঁর৷ প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে নেমেই আজ এসএসকেএম-এর কাছে একটি ধাবায় চায়ের আড্ডায় যোগ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী৷ সেই সঙ্গে সেরে নিলেন জনসংযোগ৷ এর পর কালীঘাট মন্দিরেও পুজো দেন তিনি৷ 

সেখান থেকে ফিরে ভবানীপুরের চক্রবেড়িয়া রোডে এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী৷ এর পর বিকেল ৪টেয় হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রিয়াঙ্কার সমর্থনে ভবানীপুরের যদুবাবুর বাজারে ব্যবসায়ীদের মধ্যে প্রচার করার কর্মসূচিও রয়েছে তাঁর৷ গতকাল ভবানীপুরে একাধিকবার পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে প্রচারে গেলে বিজেপি প্রার্থীকে বাধা দেয় পুলিশ৷ অন্যদিকে, ঢাক বাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার চালান মদন মিত্র৷