বিজেপি নেতা অয়ন চন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন বিধায়ক কৃষ্ণ কল্যানী

পথ দুর্ঘটনায় মৃত বিজেপি নেতা প্রয়াত অয়ন চন্দকে শ্রদ্ধাঞ্জলি জানাতে ইসলামপুর দলীয় কার্যালয়ে আসেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যানী। প্রয়াত বিজেপি নেতা অয়ন চন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার পর বিধায়ক কৃষ্ণ কল্যানী প্রয়াত নেতার বাড়িতে গিয়ে সমবেদনা জানান। বিধায়ক প্রয়াত বিজেপি নেতা অয়ন চন্দের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। বিজেপি নেতা অয়ন চন্দের দুর্ঘটনায় মৃত্যু হলেও এই মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তাঁর পরিবার। পুলিশ প্রশাসনকে ওইদিনের দুর্ঘটনার পুর্নাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী।

গত রবিবার রাতে শিলিগুড়ি থেকে ফেরার পথে ইসলামপুর চোপড়ার মাঝামাঝি ভিমডাঙ্গি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লড়ির পেছনে ধাক্কা মারলে দুর্ঘটনার কবলে পড়েন বিজেপির ইসলামপুর টাউন মন্ডলের সভাপতি অয়ন চন্দ সহ আরও দুজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেপি নেতা অয়ন চন্দ সহ তিনজনের। মর্মান্তিক এই মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ইসলামপুরের রাজনৈতিক মহলে। কিন্তু বিজেপি নেতা সহ তিনজনের দুর্ঘটনায় মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রয়াত বিজেপি নেতা অয়ন চন্দের দিদি দীপা দাস। তিনি বলেন ওই পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু ঘটলেও আশ্চর্যজনকভাবে গাড়ির চালক বেঁচে যান। চালককে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা। এটা নিছকই দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র তার তদন্তের দাবি তুলেছেন। মঙ্গলবার রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী প্রয়াত বিজেপি নেতা অয়ন চন্দকে শ্রদ্ধা জানাতে এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাতে ইসলামপুর আসেন। প্রথমেই ইসলামপুর বিজেপি কার্যালয়ে প্রয়াত বিজেপি নেতা অয়ন চন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানান বিজেপির নবনির্বাচিত রায়গঞ্জের বিধায়ক। এরপর প্রয়াত নেতার বাড়িতে সমবেদনা জানাতে যান বিধায়ক কৃষ্ণ কল্যানী। কৃষ্ণ কল্যানী বলেন, বিজেপি নেতা অয়ন চন্দের মৃত্যুর ঘটনার পুর্নাঙ্গ তদন্তের দাবি করছি আমরা। পুলিশকে আমরা ঘটনার তদন্তের দাবি জানাচ্ছি।