জলপাইগুড়ি জেলার বেরুবাড়ি সীমানার বিএসএফ ক্যাম্পের ২১ নাম্বার ব্যাটালিয়নে সোমবার ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল যাত্রা এসে পৌঁছালে ভাঙ্গরা নৃত্যের মাধ্যমে সাইকেল যাত্রীদের স্বাগত করা হয়।২১নাম্বার ব্যাটালিয়নের কমান্ড্যান্ট চরত সিং তোমর বলেন ১০ই জানুয়ারী থেকে শুরু হয়ে উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু হয়ে মোট ৪০৬৬ কিলোমিটার পর্যন্ত আন্তর্জাতিক সীমানা পর্যন্ত পৌঁছাবে।দুই দেশের মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করতে এই সাইকেল যাত্রা।