আগামী দিনে আরও একঝাঁক ওষুধের দাম বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট অনুমতি পেলেই ওই দামবৃদ্ধি কার্যকর করা হবে। কিন্তু আর্থিক সঙ্কটের আবহে এই অনুমতি দেওয়া হবে কি না, সে নিয়ে সরকারের অন্দরেও দ্বিধা তৈরি হয়েছে।
দেশের ওষুধ প্রস্তুতকারী সংস্থা এবং উৎপাদনের সঙ্গে যুক্ত সংগঠনগুলির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে একটি চিঠি লেখা হয়েছে। তাতে বলা হয়েছে, আপৎকালীন পরিস্থিতিতে উপকরণ ও কাঁচামালের দাম অত্যন্ত বেড়ে গিয়েছে। ফলে অত্যাবশ্যকীয় ওষুধ উৎপাদনের খরচ আর আয়ত্তে নেই। তাই সরকার যেন ওষুধের মূল্যের নিয়ন্ত্রণ সংক্রান্ত ঊর্ধ্বসীমা পরিবর্তন করে এবং অনুমোদন দেয় দামবৃদ্ধির। ওই অনুমোদন দিতে হলে ড্রাগ প্রাইসিং কন্ট্রোল অর্ডারের সংশোধন করতে হবে। কারণ, ওই বিধি অনুযায়ী ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি এক বছরে মাত্র একবারই নির্দিষ্ট কম্পোজিশনের ওষুধের দাম বাড়ানোর অনুমোদন দিতে পারে। একই বছরে আবার দাম বাড়াতে হলে সেই বিধি-নিয়মের বদল করতে হবে। সরকার ওই আবেদন খতিয়ে দেখছে। ওষুধ উৎপাদনকারী সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, দাম বাড়ানোর ব্যবস্থা করা না হলে উৎপাদন বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই। আর উৎপাদন আচমকা বন্ধ হলে বিপুল সঙ্কট তৈরি হবে স্বাস্থ্য পরিষেবায়।