বাড়ছে মৃত্যুর সংখ্যা

গোটা বিশ্ব জুড়ে ত্রাস এখন করোনার। করোনার ঢেউয়ে বিপর্যস্ত বিশ্বের সব দেশ। বর্তমানে এর মধ্যে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারত। করোনার নয়া শক্তিশালী স্ট্রেইনে বেসামাল ভারত। দ্বিতীয় টেউয়ে বিপর্যস্ত দেশের স্বাস্থ্য পরিষেবা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৩,৬২,৭২৭ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪,১২০ জনের। এই নিয়ে টানা ২ দিন পর পর দেশে ৪ হাজারেরও বেশি মানুষ করোনায় প্রাণ হারালেন। অন্যদিকে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ২০ হাজার ৩৭৭ জন। এদিকে মৃত্যুর নিরিখেও রাজ্যে নয়া রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মারা গিয়েছেন ১৩৫ জন।